১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

কুলাউড়া হযরত খন্দকার রহঃ মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন আশরাফুল ইসলাম রাজিব

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

নিউজ ডেস্ক ঃ কুলাউড়ার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হযরত খন্দকার (রহঃ) দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন বিশিষ্ট সমাজসেবক ও বরমচাল ইউনিয়ন পরিষদের জনপ্রিয় সদস্য আশরাফুল ইসলাম রাজিব।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপনে প্রবিধান অনুসারে মাদ্রাসার গর্ভনিং বডি ও ম্যানেজিং কমিটির আগামী ছয় মাসের জন্য চার সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে,এতে সভাপতির নাম প্রকাশ করেছে ইউপি সদস্য শিক্ষানুরাগী আশরাফুল ইসলাম রাজিব।

একই প্রজ্ঞাপনে নবগঠিত কমিটির সদস্যরা হলেন সদস্য সচিব ক্ষমতাবলে মাদ্রাসার সুপার মাহতাবুর রহমান , শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুল গফফার এবং অভিভাবক প্রতিনিধি মোঃ আব্দুল জহুর।

এডহক কমিটির নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি আশরাফুল ইসলাম রাজিব সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক প্রতিক্রিয়ায় বলেন, বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান বৃদ্বির লক্ষে সবার পরামর্শে প্রতিষ্ঠানের শিক্ষা সাফল্যতা এগিয়ে নিয়ে যাওয়া আমার প্রধান কাজ। আমার ওপর অর্পিত দায়িত্বভার প্রদান করায় সংশ্লিষ্ট দপ্তরের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

627 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন