২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় করোনায় ১৭ জন আক্রান্ত।

প্রকাশিত: জুলাই ৪, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

 

স্টাফ রিপোর্টার :: কুলাউড়া উপজেলায় নতুন করে আরও ১৭ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এদের মধ্যে স্বাস্থ্যকর্মী ১ জন ও প. প. কর্মী ১ জন রয়েছেন।

রোববার ৪ জুলাই তাদের পজিটিভ রিপোর্ট হাসপাতালে পৌঁছায় বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। করোনাক্রান্ত ১৭ জনের মধ্যে স্বাস্থ্যকর্মী রেবা, প. প. কর্মী তামান্না আক্তার, কৃষ্ণপুরের জেবুনেছা, মনসুরের সাতির মিয়া, লক্ষিপুর মিশন এলাকার লক্ষিচরন রবিদাস, সজল খাসিয়া, রজত, শামিম, সৃষ্টি, সিপা রানী, গাজীপুরের ওজিবুন, করেরগ্রামের আব্দুস আলী, জয়পাশার শাহিদা আক্তার, হেলাপুরের মমো বেগম ও মিতা চৌধুরী, কালেশার জাহেদ মিয়া ও ভাটেরা রাবার বাগানের আব্দুর রাজ্জাকসহ ১৭ জন।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত ১৭ জন গত বৃহস্পতিবার ও গত শনিবার কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল দেন। স্যাম্পল দেয়ার ৩ দিন পর রোববার ১৭ জনেরই রিপোর্ট কুলাউড়া হাসপাতালে পজিটিভ আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ করোনাক্রান্তদের বাড়ি লকডাউন করে তাদের নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।

524 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন