৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় সরকারি আদেশ লঙ্ঘনের দায়ে জরিমানা

আপডেট: জুন ২৮, ২০২১

3b0c0a6b 97f7 42d2 8c9f 38ffe7f62d71
ফেইসবুক শেয়ার করুন
কুলাউড়া উপজেলা শহরে সোমবার (২৮ জুন) রাতে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে এক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন চালানোর অপরাধে ১৫টি মামলায় ৪ হাজার ২শ’ টাকা অর্থদণ্ড করে আদায় করা হয়।
ইউএনও জানান, স্বাস্থ্যবিধি প্রতিপালন ও সরকারি আদেশ  নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহযোগিতা করেন কুলাউড়া থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়ানের সদস্যবৃন্দ।
609 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন