প্রকাশিত: মে ৩১, ২০২১
কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাট উপজেলার ৬নং সদর ইউপির বীরদল ছোটোফৌদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিকের পুত্র কুদরত উল্লাহ (২৫) নামে একজনের গাছ থেকে পড়ে মৃত্যু হয়।
এলাকা সুত্রে জানা’যায় আজ সকাল ১১টার দিকে কানাইঘাট ৬নং সদর ইউপির বীরদল ছোটোফৌদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল খালিকের পুত্র কুদরত উল্লাহ(২৫) তাহার নিজ বাড়িতে জাম গাছে উঠে যাম পাড়ার জন্যে কিন্তু কিছুক্ষণ পরে পা পিছলে মাঠিতে পড়ে গেলে তার চিৎকারে শুনে ছুটে আসেন স্থানীয় এলাকার লোকজন পরে তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কানাইঘাট থানার এস আই মানুল ইসলাম বলেন আমরা ঘটনা শুনে হাসপাতালে গিয়ে লাশের সুরত হাল সনাক্ত করেছি লাশের মাথায় বেশি আঘাত প্রাপ্ত হওয়ার তার মৃত্যু সাথে সাথেই হয় আমরা লাশ ময়নাতদন্তের জন্যে পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি জানান