২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

নবীগঞ্জে পিকআপ-বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত ১

প্রকাশিত: মে ২৬, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

 

নবীগঞ্জ প্রতিনিধি::
ঢাকা- সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজার নামক স্থানে পিকআপ-বাসের মুখোমুখি সংঘর্ষ  নিহত ১ জন, আহত   হয়েছেন ১জন।

বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহা সড়কের দেবপাড়া বাজারে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। জানাযায়, ঢাকা থেকে সিলেট গামী বাস ও সিলেট থেকে হবিগঞ্জগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানের যাত্রী হবিগঞ্জ সদরের পইল গ্রামের মজিদ মিয়ার পুত্র আলতাব মিয়া (৩৫) নিহত হন।

সংঘর্ষে গুরুতর আহত হন পিক আপ ভ্যানের চালক বড়চর গ্রামের মাসুদ মিয়ার পুত্র শামিম (২৬)। সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর নবীর হোসেন জানান, তাৎক্ষনিক সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

586 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন