২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

দীর্ঘ প্রতিক্ষার পর কৌলা কবরস্থানের রাস্তার ইট সোলিং শুরু

প্রকাশিত: মে ২৬, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ;; কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কৌলা কবরস্থানের রাস্তা দীর্ঘদিন প্রতিক্ষার পর সংসদীয় আসনের মহিলা এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিনের বিশেষ বরাদ্দের মাধ্যমে কবরস্থানের রাস্তার ইট সোলিং কাজ ২৬ মে বুধবার সকাল ১১টায় শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আকবর আলী সোহাগ।ডেইলি স্টার পত্রিকার কুলাউড়া প্রতিনিধি মিন্টু দেশওয়ারা।কুলাউড়া বি আর ডিবির ভাইস চেয়ারম্যান সাংবাদিক তাজুল ইসলাম,। ইউনিয়ন আওয়ামিলীগের দূর্যোগ পূর্ণবাসণ সম্পাদক রাসেল আফজাল চৌধুরী রুমান।

সাবেক যুবলীগ নেতা কয়ছর হোসেন ময়ূব। ২নং ওয়াড়ের ইউপি সদস্য সেলিম আহমদ,৪নং ওয়াডের বর্তমান মেম্বার ইসমাইল হোসেন,
৪নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি আব্দুল খালিক,সম্পাদক আজির উদ্দিন।
৭নং ওয়াড আওয়ামিলীগের সভাপতি মাফিক আহমদ। ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিন আহমদ,
এলাকার মুরব্বী চনর মিয়া। শাহরিয়া আলম সালাম। দেলোয়ার হোসেন।
ফারুক আহমদ,সায়জুল আহমদ, রকি মিয়া।

রাস্তার কাজের শুরুতে দোয়া পরিচালনা করেন চৌধুরী বাজার জামে মমসজিদের মোয়াজ্জিন হাফিজ তুতা মিয়া।
কৌলা দাই মিয়ার বাড়ীর সামনের পাকা রাস্তা হতে কবরস্থানের গেইট পর্যন্ত আড়াই লক্ষ টাকা ব্যয় প্রায় ৫৩০ রাস্তা ইট সোলিং হবে।

402 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন