২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

খননকৃত নৌপথ প্রতি বছর ড্রেজিং করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত: মে ৬, ২০২১

ফেইসবুক শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের নৌপথকে আরো কার্যকরী করতে ২০২৪-২৫ সাল নাগাদ ১০ হাজার কিলোমিটার নদী খনন করা হবে। সেই সাথে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান, খননকৃত নৌপথ প্রতি বছর ড্রেজিং করার। বৃহস্পতিবার (৬ মে) সকালে ভিডিও কনফারেন্সে নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার অবকাঠামো ও জলযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান।
বৃহস্পতিবার (৬ মে) নৌ পরিবহন মন্ত্রনালয়ের বিভিন্ন সংস্থার অবকাঠামো ও জলযানের উদ্বোধনে গণভবন থেকে এতে ভার্চুয়ালি যোগ দেন সরকারপ্রধান শেখ হাসিনা। বক্তব্যে প্রধানমন্ত্রী নতুন নৌপথ খননে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান, প্রতি বছর নিয়মিত ড্রেজিং করার।
শেখ হাসিনা বলেন, যাত্রীবাহী নৌযান পরিচালনাকারীদের যাত্রীদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে। সেই সাথে সজাগ থাকতে হবে যাত্রীদেরও। পরে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী পায়রা বন্দরে ভূমি অধিগ্রহনের ফলে ক্ষতিগ্রস্থদের বাড়ি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
করোনার সংক্রমন রুখতে যে যেখানে আছেন, সেখানেই ইদ উদযাপনের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
344 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন