প্রকাশিত: মে ৫, ২০২১
কুলাউড়া প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের ব্রাহ্মণবাজার চিলড্রেন একাডেমি প্রাঙ্গণে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মুহিত খান, সাধারণ সম্পাদক আব্দুল আলী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও আব্দুর রউফ। উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল মিয়া, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চাঁন মিয়া, ইউপি সদস্য মতিন মিয়া, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তুফায়েল খান, সিলেট মহানগর শ্রমীকলীগের অন্যতম নেতা আলী হোসাইন মো. মুশাহিদ ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সঞ্জয় পাশী জয় প্রমুখ। এছাড়া বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ যুবলীগ নেতা বদরি নারায়ন পাশী, কুলাউড়া উপজেলা ছাত্রলীগ নেতা মুতালিব, নুরুল, মাসুম, সত্যজিৎ ও দিলিপ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ইউনিয়নের শতাধিক গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।