প্রকাশিত: মে ২, ২০২১
স্টাফ রিপোর্টার:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সাব-জোনের টুরিস্ট পুলিশের অফিসসহ বিভিন্ন টুরিস্ট স্পট পরিদর্শন করা হয়।
২ মে রবিবার (২০২১) বিকাল ২ টায় পর্যটন কেন্দ্র জাফলং সাব-জোন অফিস পরিদর্শন সহ বিভিন্ন ট্যুরিস্ট স্পট পরিদর্শন করেন ট্যুরিস্ট পুলিশ সিলেট রিজিয়ন এর পুলিশ সুপার আলতাফ হোসেন (পিপিএম), অতিঃ পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী এবং পুলিশ পরিদর্শক আখতার হোসেন।পরিদর্শন কালে মহামারী করোণায় পর্যটন কেন্দ্রে পর্যটকদের স্বাস্থ্যবিধি রক্ষায় অত্যন্ত বিচক্ষণতা ও দক্ষতার সহিত দায়িত্ব পালনে ওসি মোঃ রতন শেখ সহ সঙ্গীয় ফোর্সদের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও সুন্দরভাবে দায়িত্ব পালনে ও পর্যটকদের সাথে আচার আচরণ বিধি সম্পর্কে দিক নির্দেশনা দেন। এসময় সাথে ছিলেন,জাফলং সাব-জোন এর ইউনিট ইনচার্জ, পুলিশ পরিদর্শক মো রতন শেখ, এস আই মোঃ আলী, এস আই কবির, এস আই জসিম, এস আই আজিজুল, পুলিশ সদস্য শাওন এবং আলমগীর।