প্রকাশিত: মে ২, ২০২১
স্টাফ রিপোর্টার :: কুলাউড়া বি আর ডিবি আওতাধীন রাউৎগাঁও ইউনিয়নের কবিরজী গ্রামের অপ্রধান শস্য দলের সদস্যের মাঝে দেড় লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়।
২রা মে পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে ঋণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি আর ডিবির ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম।পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন।সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা খোকন কুমার সাহা, হিসাব রক্ষক মিন্টু দাশ।
রাউৎগাঁও ইউনিয়ন আওয়ামিলীগের সহসভাপতি আব্দুল খালিক। রাউৎগাঁও ইউনিয়নের মহিলা মেম্বার হেপী বেগম,কলি রানী চৌধুরী
অপ্রধান শস্যদলের মাঠ সংগঠক সুজন রায়।।কবিরাজী অপ্রধান শস্য দলের সভাপতি জামাল মিয়া।সহসভাপতি লুৎফা আক্তার, ম্যানেজার হারুন মিয়া। মোট ১০ জন সদস্য কে দেড়লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়।