প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২১
কুলাউড়া প্রতিনিধি:কুলাউড়ার লস্করপুরে গ্রেটার মৌলভীবাজার এসোসিয়েশন অব আয়ারল্যান্ডের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। মুক্তাদির আলীর সভাপতিত্বে ও তামিম আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, পৌর কাউন্সিলর হারুনুর রসিদ, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, জালালীয়া মাদ্রাসার শিক্ষক শামসুল ইসলাম খাঁন, উত্তর লস্করপুর জামে মসজিদের মুতাওয়াল্লী গিয়াস উদ্দিন, জুড়ী উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম খাঁন, জেদ্দা আওয়ামীলীগের সহ সভাপতি জসিম উদ্দিন ভুঁইয়া ও অডিটর মতিউর রহমান খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাউৎগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য
মো. সুরুজ আলী, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক ঝুমন আহমদ, সহ-প্রচার সম্পাদক সিপন খাঁন ও উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তুহিনুর জামান ইয়াকুব প্রমুখ।