প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১
ডেক্স রিপোর্ট :: কুলাউড়া উপজেলার কৌলা এলাকা থেকে মো. আনোয়ার হোসেন আনু (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর সদস্যরা। বৃহস্পতিবার রাতে তাকে তার কৌলাস্থ দোকান থেকে গাঁজা ও ইয়াবাসহ আটক করা হয়। এ সময় র্যাব সদস্যরা তার কাছ থেকে ২ কেজি গাঁজা ও ১শত পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্প সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল র্যাব ক্যাম্পের অধিনায়ক অ্যাডিশনাল এসপি বসু দত্তের নেতৃত্বে কুলাউড়া উপজেলায় এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কৌলা এলাকায় আনোয়ার হোসেন নামে এক চোরাকারবারির দোকান থেকে ২ কেজি গাঁজা ও ১শত পিস ইয়াবাসহ আনোয়ারকে আটক করা হয়। আটক আনোয়ার উত্তর কৌলা নিবাসী মৃত আলা উদ্দিনের পুত্র। পরে আটক আনোয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।