২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় গণহত্যা দিবস উদযাপন

প্রকাশিত: মার্চ ২৫, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট: কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার এর পরিচালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্টিত আলোচনায় প্রধান অতিথি কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান ২৫ মার্চের ভয়াল রাতে পাকিস্তানি সামারিক বাহিনীর অতর্কিত হামলায় নিহতদের স্বরন ও শ্রদ্ধা জানিয়ে বলেন সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এদেশের কৃষক-জনতা,ছাত্রসহ সবাই মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল বলে এদেশ স্বাধীন হয়েছে। তাই জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়ে এদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা বিল্লাল হোসেন, কুলাউড়া অফিসার্স ক্লাবের সম্পাদক ডাঃ সুলতান আহমদ, উপজেলা সমবায় কর্মকর্তা জামাল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মহসিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ ভুইয়া, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম. শাকিল রশীদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ওমর আতিক, লংলা আধুনিক ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম মোস্তফা পাভেল প্রমুখ।

359 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন