১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

আমেরিকা প্রবাসী সামসুল ইসলামের পরিবারের কাছে ফেরা হল না

প্রকাশিত: মার্চ ২৪, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরী :: আমেরিকার শিকাগো নিবাসী সামসুল ইসলাম আর প্রবাসে তার পরিবারের মাঝে ফিরে যেতে পারলেন না। আজ বুধবার (২৪ মার্চ) ভোরে ঢাকা থেকে আমেরিকার উদ্দেশ্যে যাত্রার পূর্ব নির্ধারিত টিকেট থাকা সত্বেও মরণব্যাধি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আমেরিকার পরিবর্তে আজ বুধবার সকাল ১১টায় তাকে কুলাউড়া উপজেলার নিজ গ্রামের বাড়ির পারিবারিক গোরস্থানে সমাহিত হতে হয়েছে।
জানা যায়, কুলাউড়া পৌর শহরের সাদেকপুর রোডের ইসলাম মঞ্জিলস্থ নিবাসী মরহুম আব্দুল গফুর মাষ্টারের ছেলে শিকাগো প্রবাসী সামসুল ইসলাম (৬৫) গত ফেব্রুয়ারি মাসে এক পারিবারিক বিয়েতে অংশগ্রহণের জন্য তার স্ত্রীসহ ৩ সন্তানকে আমেরিকার শিকাগোতে রেখে দেশে আসেন। দেশে অবস্থানের পর আজ বুধবার পূর্ব নির্ধারিত টিকেট করা অনুযায়ী ঢাকা থেকে ভোরের বিমানে যাত্রার জন্য তিনি গত শুক্রবার কুলাউড়া থেকে ঢাকায় যান। ঢাকায় যাওয়ার পর তার শরীরে জ্বর দেখা দেয়ায় ঢাকায় কোভিড-১৯ টেস্ট করানো হলে তার শরীরে কোভিডের সংক্রমণ ধরা পড়ে। এ অবস্থায় বিদেশ যাত্রা সম্ভব হবে না বিধায় তিনি কুলাউড়ায় তার পৈত্রিক বাড়িতে আইসোলেশনে থাকার জন্য গতকাল মঙ্গলবার ঢাকা থেকে সড়কপথে রওয়ানা দেন। কিন্ত বাড়ির কাছাকাছি পৌঁছার পূর্বেই রাত সাড়ে ১১টার দিকে রাস্তায় গাড়ির মধ্যেই তিনি ইন্তেকাল করেন। (ইন্নাল্লিাহি… রাজিউন)। রাতে তার লাশ নিয়ে উপজেলার কাদিপুর ইউনিয়নের কৌলারশি গ্রামের বাড়িতে পৌঁছার পর বুধবার সকাল ১১ টায় স্বাস্থ্যবিধি মেনে ‘কুলাউড়া কোভিড-১৯ এর লাশ দাফন টিমের’ লিডার ইকবাল হোসেন সুমন এর নেতেৃত্বে ৭ সদস্যের টিমের সহায়তায় মরহুমের দাফন কাজ সম্পন্ন করা হয়। উল্লেখ্য, মরহুম শামসুল ইসলাম এর মামা মনির চৌধুরী বাংলাদেশ সরকারের শিকাগো স্টেট এর অনারারি কনসাল জেনারেল এর দায়িত্বে রয়েছেন।

874 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন