২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় সাবেক এমপির নামে চাঁদাবাজির অভিযোগ

প্রকাশিত: মার্চ ২৩, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

এস আর অনি চৌধুরী ::  মৌলভীবাজার-২ (কুলাউড়া আসনের) আওয়ামীলীগ দলীয় সাবেক এমপি, জননেতা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন এর নাম ব্যবহার করে তার অজ্ঞাতে একটি অসাধু চক্র চাঁদাবাজি করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তিনি মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর কাছে তার অফিসে উপস্থিত হয়ে তার সুনাম বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে লিখিত অভিযোগ প্রদান করেছেন।
কুলাউডা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ১০ম জাতীয় সংসদের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের অভিযোগ থেকে জানা যায়, বর্তমানে তিনি বয়োবৃদ্ধ অবস্থায় ঢাকাস্থ বাসায় অবস্থান করে জীবনযাপন করছেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের মধ্যে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ, স্বাধীনতা পরবর্তী সময়ে রিলিফ কমিটির চেয়ারম্যান, ৪ বার নির্বাচিত জয়চন্ডি ইউ.পি চেয়ারম্যান, ২ বার নির্বাচিত কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সর্বশেষ ২০১৪-২০১৯ ইং পর্যন্ত ১০ম জাতীয় সংসদের একজন এমপি হিসাবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে গণমানুষের কল্যাণে স্কুল, কলেজ, রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ, বিদ্যুতায়নসহ বর্তমান সরকারের নানান উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। এতে সরকারি বে-সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/ কর্মচারীদের সাথে তার সু-সম্পর্ক তৈরি হয়ে বর্তমানেও তা বিদ্যমান রয়েছে। এরই সুযোগে তিনি কুলাউড়ায় অবস্থান না করার সুবাদে কতিপয় অসাধু ব্যক্তি ও চক্র তার নাম, পরিচয় ব্যবহার করে সম্পুর্ন অন্যায় ও অনৈতিকভাবে বিভিন্ন মহলে চাঁদা দাবী করে দীর্ঘদিনের অর্জিত সুনাম বিনষ্ট করার বিষয়টি তিনি অবহিত হন। সম্প্রতি কুলাউড়া উপজেলা প্রকৌশলীর মাধ্যমে তিনি জানতে পারেন (০১৭১৫-২৫৭০৫১ নং) মোবাইল হতে কে বা কারা প্রকৌশলীর উর্ধ্বতন বিভিন্ন কর্মকর্তাকে তার নাম, পরিচয় ব্যবহার করে ফোন করে চাঁদা দাবী করছে। বিষয়টি তার দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে তিনি ঢাকা থেকে কুলাউড়ায় পৌঁঁছে তার দীর্ঘদিনের সুনাম নষ্ট করার জন্য কাজে লিপ্ত চক্রকে আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের সহায়তা চেয়ে লিখিত অভিযোগ করেছেন।

699 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন