২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ার গাজীপুর চা শ্রমিকদের মধ্যে ফ্রী মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: মার্চ ২১, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরী :: কুলাউড়া উপজেলার ইস্পাহানী কোম্পানীর গাজীপুর চা বাগানের দারিদ্র চা শ্রমিকদের জন্য বাংলাদেশ ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে রোববার দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। গাজীপুর চা বাগানের ব্যবস্থাপক জয়ন্ত ধর এর সভাপতিত্বে মেডিকেল ক্যাম্প এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ক্যাম্পের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, দারিদ্র্য চা-জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সরকারি ও বেসরকারি দাতা-সংস্থাদের সহায়তায় দারিদ্র্য জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ডেভেলপমেন্ট প্রজেক্টের সমন্বয়ক শফি আহমদ চৌধুরী জুয়েলের পরিচালনায় গাজীপুর চা-বাগান হাসপাতালে আয়োজিত ফ্রী স্বাস্থ্যসেবা ও মেডিসিন প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, মৌলভীবাজার জজ কোর্টের এজিপি অ্যাড. তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সহিদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট প্রজেক্টের সমন্বয়ক মোশারফ শামীম, কুলাউড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, প্রভাষক সাংবাদিক আফাজুর রহমান চৌধুরী ফাহাদ প্রমুখ। দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক দারিদ্র চা শ্রমিকদের বিনামূল্যে ঔষধসহ চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. দেবাশীষ ও ডা. ফয়সল।

553 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন