আপডেট: মার্চ ৬, ২০২১
ডেস্ক রিপোর্ট :: কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর জ্যেষ্ঠ ভ্রাতা, ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার অবসরপ্রাপ্ত এসিও বর্তমানে আমেরিকা প্রবাসী মো. আব্দুর রকিব চৌধুরী (৭৯) শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি আমেরিকার পেনসিলভেনিয়া এস্টেটের ফিলা ডেলফিয়া শহরের বাসায় শনিবার (৬ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় বাসার সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যান। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
কুলাউড়া উপজেলাধীন ঘাগটিয়া নিবাসী মরহুম মো. আব্দুর রশীদ চৌধুরী (অব.সার্কেল অফিসার) এর দ্বিতীয় ছেলে মো. আব্দুর রকিব চৌধুরী ১৯৯৬ সালে সার কারখানার চাকুরী থেকে অবসর গ্রহণ করেন ও ২০১৫ সালে তিনি স্বপরিবারে আমেরিকায় গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ জোহর আমেরিকার নর্থইষ্ট ফিলা ডেলফিয়া শহরের টাইসন মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নিউ জার্সি মসজিদের গোরস্তানে দাফন করা হবে।