২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার

২২ ফেব্রুয়ারি থেকে সিলেটে পরিবহন ধর্মঘট

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২১

sylhet
ফেইসবুক শেয়ার করুন

সিলেটের চৌহাট্টায় অবৈধ স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গাড়ি ভাঙচুরের ঘটনায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক নেতারা।

চারদিনের মধ্যে মাইক্রোবাস ও প্রাইভেটকারের স্ট্যান্ডের জন্য জায়গা নির্ধারণ না হলে ২২ ফেব্রুয়ারি থেকে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দেয়া হয়।

বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ কর্মসূচি ঘোষণা দেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ময়নুল ইসলাম।

তিনি বলেন, ২২ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত আমরা প্রশাসন ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সময় বেঁধে দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে মাইক্রোবাস ও প্রাইভেটকার স্ট্যান্ডের জন্য জায়গা নির্ধারণ করে না দেয়া হলে সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করা হবে।

940 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন