৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২১

Pic Arest Osman
ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট :: কুলাউড়া থানা পুলিশের এক ঝটিকা অভিযানে সাজাপ্রাপ্ত ওসমান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে পুলিশ বরমচাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে এসআই মাসুদ আলম ভুঁইয়া বরমচাল ইউনিয়নের খাদিমপাড়া এলাকায় এক ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আত্মগোপনে থাকা ২০১৮ সালের মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওসমান মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওসমান কুলাউড়া থানার খাদিমপাড়া নিবাসী মৃত আছদ্দর আলীর ছেলে।
ওসি বিনয় ভূষণ রায় জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কুলাউড়া থানার জিআর ৪৪৩/২০১৮ খ্রি: মামলায় ১ বছরের সশ্রম কারাদন্ডাদেশ রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

703 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন