১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

কুলাউড়ার সিতাব মেম্বারের জানাজা সম্পন্ন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট :: কুলাউড়া উপজেলাধীন কাদিপুর নিবাসী রফিকুল ইসলাম ওরফে সিতাব মেম্বারের নামাজে জানাজা বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় কাদিপুরস্থ কিয়াতলা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাজায় কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদসহ সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন।

উপজেলার কাদিপুর ইউনিয়নের সাবেক মেম্বার, কুলাউড়ার প্রবীণ দলিল লেখক রফিকুল ইসলাম (সিতাব মেম্বার) বৃহস্পতিবার ভোর ৫ টায় কাদিপুরস্থ তাঁর নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নাল্লিাহী —- রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী ৪ মেয়ে ও ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদ শুনে তাকে শেষবারের মত দেখতে কুলাউড়ার বিভিন্ন অঞ্চল থেকে তাঁর শুভানুধ্যায়ীরা বাড়িতে যান।

শোক প্রকাশ : রফিকুল ইসলাম (সিতাব মেম্বার) এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খাঁন ও আব্দুল মতিন, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সম্পাদক আসম কামরুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক খালেদ পারভেজ বখস, কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সম্পাদক আতিকুর রহমান আখই প্রমুখ।

688 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন