১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির মাসিক সভা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট :: কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির মাসিক সভা শনিবার রাতে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বদরুজ্জামান সজল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইর পরিচালনায় অনুষ্ঠিত সভায় শোক প্রস্তাব পাঠ করা হয়। এছাড়াও বাজারের ব্যবসায়ীদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট ও পিঠা উৎসবের আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সর্বস্তরের ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ থেকে ব্যবসায়ী কল্যাণ সমিতিকে সহযোগিতার আহ্বান জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, সহ-সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জায়েদ, এম ফয়েজ উদ্দিন আহমদ, দপ্তর সম্পাদক ডা.কুতুব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খন্দকার সাইফুর রহমান আফজল ও নারী উদ্যোক্তা সম্পাদক সুফিয়া রহমান ইতি, ১নং ওয়ার্ড সদস্য রিংকু বর্ধন, ২নং ওয়ার্ড সম্পাদক অশোক চন্দ্র, ৩নং ওয়ার্ড সম্পাদক আব্দুল মতলিব এবং সদস্য কাওছার আহমেদ সাব্বির, ৪নং ওয়ার্ড সম্পাদক গৌছ মিয়া, সদস্য আব্দুল মান্নান, ৬নং ওয়ার্ড সম্পাদক আব্দুল্লাহ আল মনি প্রমুখ।

587 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন