১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় প্রবাসী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট: কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে পূর্ব ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলায় দুবাই প্রবাসী শামীম হত্যা মামলার প্রধান আসামি সুফিয়ান মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার ভোররাতে পুলিশ তাকে হাজিপুর এলাকা থেকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করেছে।
থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানাধীন মুকন্দপুর এলাকায় গত ২ ফেব্রুয়ারি দুপুরে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে আসামি সুফিয়ান মিয়া গং প্রতিপক্ষ শামিম আহমদকে মারপিট করে খুন করে। উক্ত ঘটনার বিষয়ে নিহতের মেয়ে সাদিয়া শামিম সুমাইয়া বাদী হয়ে কুলাউড়া থানায় হত্যা মামলা দায়ের করলে থানা পুলিশ আসামি গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে শনিবার ভোররাতে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমানসহ সঙ্গীয় অফিসার ফোর্স উপজেলার পশ্চিম হাজীপুর থেকে হত্যা মামলার প্রধান আসামি সুফিয়ান মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ওসি বিনয় ভূষণ রায় জানান, গ্রেফতারকৃত আসামি সুফিয়ানকে শনিবার সকালে মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, ইতিপূর্বে উক্ত হত্যা মামলার এজাহার নামীয় আরও ৪ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

1356 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন