প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২১
ডেক্স রিপোর্ট :: কুলাউড়া উপজেলাধীন জয়চণ্ডী ইউনিয়নের ‘ঘাগটিয়া টাইটান্স’ এর জার্সি উন্মোচন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ‘ঘাগটিয়া টাইটান্স’ এর অস্থায়ী কার্যালয়ে জার্সিদাতা ফ্রান্স প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক সামাদ খান রাজুর স্পন্সরকৃত জার্সির শুভ উদ্বোধন করেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। তিনি ‘ঘাগটিয়া টাইটান্স’ এর খেলোয়াড়দের সফলতা কামনা করে তাদের আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এ সময় ‘ঘাগটিয়া টাইটান্স’ এর নেতৃবৃন্দ সুমন আহমদ, ইফতেখার উদ্দিন আহমদ মনা, মুরাদ খান, মাহবুব আলম রাসেল, নোমান আহমদ, শফিউল আলম গালিব, জাকের খান, আহাদ, মাহিম, ইকবাল, তাওসিফ, জিসান, জিবান, সাকির, মিজানসহ খেলোয়াড়বৃন্দরা উপস্থিত ছিলেন।