প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২১
ডেক্স রিপোর্ট: কুলাউড়া পৌরসভায় শনিবার অনুষ্টিত নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন।
বিএনপির মেয়র প্রার্থী কামাল উদ্দিন আহমদ জুনেদের স্ত্রী শাহেলা চৌধুরী জানান, শনিবার দুপুর ২টার দিকে ভোট চলাকালীন সময়ে তার স্বামী কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যান। সেখানে গিয়ে দেখতে পান তার প্রতিপক্ষের নেতা-কর্মীরা কেন্দ্রের একটি রুম দখলের পায়তারা করছে। বিষয়টি তার স্বামী পুলিশকে জানালে তারা ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায়। হামলার এক পর্যায়ে তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।