১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাদেলের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট :: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল এর পক্ষ থেকে শনিবার ভুকশিমইল ইউনিয়নের বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১০০ জন শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ভুকশিমইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নোমান সিদ্দিক নোমানের উপস্থাপনায় ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কাঞ্চন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি শফিউল আলম চৌধুরী নাদেল হাকালুকি পারের শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম সবুজ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাংগীর আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাকী মানিক, লন্ডন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের সিদ্দিক সেলিম, বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান লনু, শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা মতিউর খান, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান জুয়েল, মাজহারুল ইসলাম খান টিপু, আব্দুস শুকুর, কুলাউড়া উপজেলা যুবলীগ নেতা ও প্রভাষক তারেক আহমেদ, কুলাউড়া উপজেলা ছাত্রলীগ নেতা এবাদুর রহমান, ভুকশিমইল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ইসলাম উদ্দিন, আব্দুর রব প্রমুখ। অনুষ্টানে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

673 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন