২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় লেডিস ক্লাবের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট :: কুলাউড়া লেডিস ক্লাবের আয়োজনে রোববার লেডিস ক্লাব কার্যালয়ে অসহায়, দুস্থ, বিধাব ও স্বামী পরিত্যক্ত মহিলাদের মহিলাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
লেডিস ক্লাব সম্পাদক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিনের সভাপতিত্বে অসহায় মহিলাদের মধ্যে প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সদস্য উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন, তথ্য কর্মকর্তা পেয়ারা আক্তার রুবি প্রমুখ। লেডিস ক্লাব সম্পাদক সেলিনা ইয়াসমিন জানান, লেডিস ক্লাবের বিভিন্ন সামাজিক কর্মকান্ডের অংশ হিসাবে শীতার্ত অসহায় মহিলাদের মাঝে ক্লাব সদস্যদের অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১ শত মহিলাদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

655 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন