১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার

শ্রীমঙ্গলে বড়দিনে জেলা প্রশাসকের প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

আপডেট: ডিসেম্বর ২৫, ২০২০

Img 20201225 223543
ফেইসবুক শেয়ার করুন

এস আর অনি চৌধুরী :: শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানের খ্রিষ্টান সম্প্রদায়ের মাঝে বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান হরিণছড়া চা বাগানের চার্চে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর উপহার তিনশত কম্বল চার্চের পুরোহিতের কাছে হস্তান্তর করেন। এ সময় জেলা প্রশাসক চার্চে বড়দিনের কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিতরণকালে জেলা প্রশাসকের সহধর্মিণী ছাড়াও শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজারা, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন, হরিণছড়া চা বাগানের ম্যানেজার মাসুদ রানাসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান মৌলভীবাজার জেলা সদরে ফেরার পথে রাতে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে যান। সেখানে স্টেশনের প্ল্যাটফর্মে আশ্রয় নেয়া শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

365 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন