১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

কুলাউড়ায় মেয়র পদে ৪ জনসহ ৫৩ জনের মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

এস আর অনি চৌধুরী ঃ কুলাউড়া পৌর সভার আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন দাখিলের শেষ দিন রোববার মেয়র পদে ৪ জন ও কাউন্সিলার পদে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৬ জনসহ মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নির্বাচন অফিসসূত্রে জানা গেছে।
কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার মো. আহসান ইকবাল জানান, রোববার উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের সিলেট অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা এর কাছে মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে মেয়র পদে বর্তমান মেয়র শফি আলম ইউনুছ (স্বতন্ত্র), আওয়ামীলীগ থেকে সিপার উদ্দিন আহমদ (নৌকা), বিএনপি থেকে সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন আহমদ জুনেদ (ধানের শীষ) ও শাজান মিয়া (স্বতন্ত্র) সহ ৪ জন মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া কাউন্সিলার পদে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৬ জনসহ মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নির্বাচন অফিসসূত্রে জানা গেছে।

1464 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন