প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২০
এস আর অনি চৌধুরী ঃ কুলাউড়া পৌর সভার আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন দাখিলের শেষ দিন রোববার মেয়র পদে ৪ জন ও কাউন্সিলার পদে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৬ জনসহ মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নির্বাচন অফিসসূত্রে জানা গেছে।
কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার মো. আহসান ইকবাল জানান, রোববার উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের সিলেট অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা এর কাছে মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে মেয়র পদে বর্তমান মেয়র শফি আলম ইউনুছ (স্বতন্ত্র), আওয়ামীলীগ থেকে সিপার উদ্দিন আহমদ (নৌকা), বিএনপি থেকে সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন আহমদ জুনেদ (ধানের শীষ) ও শাজান মিয়া (স্বতন্ত্র) সহ ৪ জন মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া কাউন্সিলার পদে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৬ জনসহ মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নির্বাচন অফিসসূত্রে জানা গেছে।