১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ার শিপন ফেসবুকের নেটওয়ার্ক অপারেশন ডিরেক্টর

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

এস আর অনি চৌধুরী :: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নেটওয়ার্ক অপারেশন ডিরেক্টর হলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হায়াত শহীদ শিপন। তিনিই প্রথম বাংলাদেশি যিনি ফেইসবুকে এমন বড় পদে যোগ দিলেন। শিপন উপজেলার বরমচাল ইউনিয়নের মহলাল গ্রামের আব্দুস শহীদ মাসুক মিয়ার ছেলে।
বিষয়টি তিনি শনিবার (৫ ডিসেম্বর) রাতে এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
জানা যায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে অনার্স শেষ করে ১৯৯৮ সালে তিনি ইংল্যান্ডে যান। সেখানে গিয়ে তিনি MCSE ও CCNA শেষ করে BSc করেন। পরে তিনি ২০১২ সালে MBA শেষ করেন। এরই মাঝে তিনি ইউনাইডেট ন্যাশনস (UN), Barclays Bank, Morgan Stanley ও Citigroup এ দক্ষতার সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি তিনি লন্ডনে Cisco Systems এ প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।
শিপন জানান, তিনি এখন স্বপ্ন দেখেন বাংলাদেশে বিশ্বমানের আইটি প্রতিষ্ঠান গড়ে তুলবেন, যাতে দেশের মেধাবী তরুণ-তরুণীদের কর্মসংস্থান হবে। তাদের আর বিদেশে যেতে হবে না।

692 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন