২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটির অভিষেক

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট : বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি কুলাউড়া উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান শুক্রবার বিকেলে কুলাউড়া পৌর শহরের এক অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি ডা. দেবেন্দ্র কুমার চন্দ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ডা. বিনয় ভুষন সরকার এর পরিচালনায় আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মিফতাহুল হোসেন সুইট। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. জাকির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, কুলাউড়া থানার এসআই কানাই লাল চক্রবর্তী, কুলাউড়া পলি ক্লিনিকের এমডি মো. মনসুর আহমদ তালুকদার,কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি মোক্তাদির হোসেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ডা. মো. মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. আক্তার হোসেন, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি বিধান রায়, সিলেট দক্ষিন সুরমা কমিটির সম্পাদক ডা. আব্দুছ ছালাম, অর্থ সম্পাদক ডা. আব্দুর রকিব, জুড়ী উপজেলার ডা. সাখাওয়াত হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক ডা. মো. জসিম উদ্দিন। সভায় সংগঠনের নেতৃবৃন্দরা ২০১২ সালে মহামান্য সুপ্রীম কোর্টের সংগঠনের পক্ষে দেয়া অন্তবর্তিকালীন রায় বাস্তবায়নে প্রশাসনসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সফি আহমদ সলমান সংগঠনের নেতৃবৃন্দদের আশ্বস্ত করে বলেন, কুলাউড়ায় গ্রাম ডাক্তারদের অতিতে যেভাবে সহযোগিতা করেছেন আগামীতেও সকল ধরনের সহযোগিতা দিয়ে যাবেন। পাশাপাশি গ্রাম ডাক্তাররা যাতে প্রশাসনিক হয়রানীর শিকার না হন সে বিষয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সভাশেষে প্রধান ও বিশেষ অতিথিদের সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
অভিষেক অনুষ্ঠানে সংগঠনের উপজেলা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ডা. দেবেন্দ্র কুমার চন্দ, সিনিয়র সহ-সভাপতি ডা. বিধান দে, সহ-সভাপতি ডা. মানিক রঞ্জন দাস, সাধারন সম্পাদক ডা. মোঃ জসিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক ডা। আলাউদ্দিন ও ডা. নীল মনি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ডা। বিনয় ভুষন সরকার, কোষাধ্যক্ষ ডা. সজল কানু, নির্বাহী সদস্য ডা. বিধু ভুষন দেবানথ, ডা. ইসরাইল আলী, ডা. গিয়াস উদ্দিন, সদস্য ডা. হিকেন চন্দ্র পাল, ডা. বীরেন্দ্র মালাকার, ডা. আব্দুছ ছালাম, ডা. ফারুকী ও ডা. দীপা ফারুকী।

784 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন