প্রকাশিত: নভেম্বর ১১, ২০২০
ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া শহরস্থ আধুনিক ডাকবাংলোতে বুধবার সন্ধ্যায় রবীন্দ্রনাথের শত বছর পূর্তি উদযাপন পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উদযাপন পরিষদের আহ্বায়ক, ঢাকাস্থ কুলাউড়া উপজেলা সমিতির সভাপতি ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ সভায় তার বক্তব্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুলাউড়ায় আগমনে গত বছরের ৪ নভেম্বর অনুষ্ঠিত ঐতিহাসিক শত বছর পুর্তির দিনব্যাপী জাতীয় পর্যায়ের অনুষ্ঠান ‘রবিরাগ’ সফলভাবে সম্পন্ন করায় পরিষদের সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে আগামীতে জাতীয় কবি নজরুল ইসলাম এর স্বরনে একটি মান সম্পন্ন অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
পরিষদের সদস্য সচিব কুলাউড়া সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীসহ পরিষদ নেতৃবৃন্দ বিশিষ্ট আইনজীবি এটিএম মান্নান, বিশিষ্ট কবি-সাহিত্যিক আহমেদ সিরাজ, অধ্যক্ষ (ভারঃ) আতাউর রহমান, গৌরা দে, ইঞ্জিঃ কামরুজ্জামান, ইঞ্জিঃ ইয়াছিন আলী, প্রধান শিক্ষক আমির হোসেন, সহঃ অধ্যাপক আতাউর রহমান, প্রভাষক খালিক উদ্দিন, আশরাফ আলী চৌধুরী, শফিক মিয়া আফিয়ান, কামরুল বখশ, সামসু উদ্দিন বাবু, শহীদুল ইসলাম তনয়, কামরুল ইসলাম, মাহবুব হোসেন চৌধুরী প্রমুখ। সভাশেষে আহ্বায়ক মোঃ আব্দুর রউফ সভায় রবীন্দ্রনাথের উপর প্রকাশিত ‘রবিরাগ’ স্মারক গ্রন্থ উপস্থিতদের মধ্যে বিতরন করেন।
উল্লেখ্য, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৯ সালের নভেম্বর মাসে ৩ দিনের সিলেট সফরে ভারতের করিমগঞ্জ থেকে ট্রেনযোগে সিলেট যাত্রাপথে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ৪ নভেম্বর রাত্রি যাপন করেন। কুলাউড়ার ঐতিহাসিক ৪ নভেম্বরের স্মৃতিচারনের জন্য গত বছরের ৪ নভেম্বর উদযাপন পরিষদের উদ্যোগে দিনব্যাপী স্মারকস্তম্ভ উদ্বোধন, শোভাযাত্রা, উদ্বোধনী সভা, চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা, সেমিনার এবং সন্ধ্যার পর বিশিষ্ট কন্ঠ শিল্পী অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বণ্যাসহ স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনসহ বর্ণাঢ্য বিভিন্ন অনুষ্ঠানের কর্মসূচি পালন করা হয়।