৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়া বিআরডিবি নির্বাচনে চেয়ারম্যানসহ সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত

প্রকাশিত: অক্টোবর ১, ২০২০

ফেইসবুকে শেয়ার করুন

ডেক্স রিপোর্ট : কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি)’র চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ সকল পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। কুলাউড়া উপজেলা সমবায় অফিসার ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জামাল হোসেন বৃহস্পতিবার আনুষ্টানিকভাবে সমিতির সকল প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষনা করেন।
নির্বাচিতরা হলেন চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ফজলুল হক ফজলু ৩য় বারের মত পুনরায় এবং ভাইস চেয়ারম্যান পদে মো. তাজুল ইসলাম ২য় বারের মত পুনরায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া সমিতির ৬ পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দিতায় বর্তমান সদস্য মো. ইন্তাজ আলী, মো. ছোয়াব আলী, সৈয়দ সিদ্দিকুর রহমান ইমাম, হারুনুর রশীদ, মিনারা বেগম ও মমতা বেগম নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের নাম ঘোষনাকালে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহানারা পারভীন, সহকারী পল্লী উন্নয়ন অফিসার খোকন কুমার সাহা, পজিব কর্মকর্তা আফলাতুন চৌধুরী, জুনিয়র অফিসার মিন্টু দাস প্রমুখ।


ফেইসবুকে শেয়ার করুন
584 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন