৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় নতুন করে আরও ৪ জনের করোনা পজিটিভ

আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২০

Screenshot 20200827 224340~2
ফেইসবুক শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট :: করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসগের্র সন্দেহ নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নতুন করে আরও ৪ জনের করোনা শনাক্তের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এনিয়ে কুলাউড়ায় করোনা পজিটিভ রিপোর্ট মোট ২৩৯ জনে উন্নীত হয়েছে।

কুলাউড়া হাসপাতালসূত্রে জানা গেছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে পাওয়া পজিটিভ রিপোর্টের মধ্যে কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকার ১ জন, দক্ষিণ বাজার এলাকার ১ জন, উছলাপাড়া এলাকার ১ জন ও কাদিপুর ইউনিয়নের কৌলারশি এলাকার ১ জনসহ মোট ৪ জন করোনায় শনাক্ত হয়েছেন। কোভিড-১৯ আক্রান্ত ৪ জনের মধ্যে ১ জন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, ১ জন কলেজ শিক্ষিকা ও ১ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রয়েছেন।

এনিয়ে কুলাউড়া উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ২৩৯ জনে। এরমধ্যে ১৮৯ জন সুস্থ হয়ে করোনামুক্ত হয়েছেন এবং করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৪৭ জন হোম আইসোলেশনে রয়েছেন বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

764 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন