৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় নতুন করে আরও ২ জনের করোনা পজিটিভ

আপডেট: আগস্ট ২৫, ২০২০

Screenshot 20200708 195953~2
ফেইসবুক শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট :: করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসগের্র সন্দেহ নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে নতুন করে আরও ২ জনের করোনা শনাক্তের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এনিয়ে কুলাউড়ায় করোনা পজিটিভ রিপোর্ট মোট ২১৯ জনে উন্নীত হয়েছে।

কুলাউড়া হাসপাতালসূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে পাওয়া পজিটিভ রিপোর্টের মধ্যে কুলাউড়া উপজেলা পরিষদ এলাকার ১ জন ও ভূকশিমইল ইউনিয়নের কুরবানপুর এলাকার ১ জনসহ মোট ২ জন করোনায় শনাক্ত হয়েছেন। করোনা পজিটিভ ২ জনের মধ্যে ১ জন কুলাউড়া শিক্ষা বিভাগের কর্মকর্তা রয়েছেন।

এনিয়ে কুলাউড়া উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ২১৯ জনে। এরমধ্যে ১৬৯ জন সুস্থ হয়ে করোনামুক্ত হয়েছেন এবং করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৫০ জন হোম আইসোলেশনে রয়েছেন বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

915 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন