৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

আজিজুর রহমান আমার রাজনৈতিক অভিবাবক ছিলেন —–আ’লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু

আপডেট: আগস্ট ১৮, ২০২০

Pic Ranu
ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহচর মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান এর ইন্তেকালে শোক বিবৃতি প্রদান করেছেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রেনু।
শোক বিবৃতিতে তিনি তার প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেনা জানিয়ে বলেন বর্ষীয়ান রাজনৈতিক নেতা আজিজুর রহমান এর মৃত্যুতে আমি আমার এক রাজনৈতিক অভিবাবককে হারালাম ও মৌলভীবাজারবাসী তাদের এক নিঃস্বার্থ নেতাকে হারালো। তিনি প্রবীন নেতা আজিজুর রহমান এর বন্যাঢ্য রাজনৈতিক জীবনের ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারন করে বলেন তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর নেতৃত্বাধীন বাহিনীর ডেপুটি কমান্ডারের দায়িত্ব পালনসহ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, মুক্তিযুদ্ধকালীন গণপরিষদের সদস্য, জাতীয় সংসদে হুইপের দায়িত্ব ও একাধিকবার সংসদ সদস্য ছাড়াও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে জননেত্রী শেখ হাসিনাকে ঐক্যের প্রতিক হিসাবে বৃহত্তর সিলেটে সংগঠক হিসাবে কাজ করেছেন। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সৎ ও নিরহংকারী সমাজসেবী ছিলেন বলে সকল দলের কাছে তার গ্রহনযোগ্যতা ছিল। মৃত্যুর পুর্বে জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে জেলার সার্বিক উন্নয়নে তার অবদান জেলাবাসীর কাছে স্বরনীয় হয়ে থাকবে। তিনি শোক বিবৃতিতে মহান আল্লাহর কাছে তার বেহেস্ত নসিব কামনা করেন।

942 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন