১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার

কুলাউড়ায় নতুন করে ইউপি চেয়ারম্যানসহ ৩ জন করোনায় আক্রান্ত

আপডেট: আগস্ট ৭, ২০২০

Screenshot 20200708 195953~2
ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরী :: করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসগের্র সন্দেহ নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুক্রবার (৭ আগস্ট) নতুন করে ১ জন ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের করোনা শনাক্তের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এনিয়ে কুলাউড়ায় করোনা পজিটিভ রিপোর্ট মোট ১৬৫ জনে উন্নীত হয়েছে।

কুলাউড়া হাসপাতালসূত্রে জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) পাওয়া পজিটিভ রিপোর্টের মধ্যে কুলাউড়া পৌরসভার থানা রোডের ১ জন, কুলাউড়া সদর ইউনিয়নের গাজিপুর এলাকার ১ জন ও কর্মধা ইউনিয়নের পাট্টাই এলাকার ১ জনসহ মোট ৩ জন।

এনিয়ে কুলাউড়া উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ১৬৫ জনে। এরমধ্যে ১২৩ জন সুস্থ্য হয়ে করোনামুক্ত হয়েছেন এবং করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৪২ জন হোম আইসোলেশনে রয়েছেন বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

1595 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন