১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার

কুলাউড়ায় ইউএনও’র মোবাইল কোর্টে অর্থদন্ড

আপডেট: জুলাই ৩০, ২০২০

Pic Uno
ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট :: কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় এক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে সামাজিক দুরত্ব বজায় না রাখা ও মাস্ক ব্যবহার না করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ টি মামলায় মোট ৩ হাজার ৭ শত টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী জানান, কুলাউড়া উপজেলার ভাটেরা বাজার এলাকায় গত মঙ্গলবার রাতে মোবাইল কোর্ট পরিচালনা করে ষ্টেশনবাজারের রাস্তার উপর থেকে অস্থায়ী পশুর হাট অপসারন করা হয় এবং ২ হাজার টাকা অর্থদন্ড করে আদায় করা হয়। এছাড়া বুধবার রাতে কুলাউড়া পৌরসভার পশুর হাটে পৃথক অভিযান চালিয়ে মুখে মাস্ক ব্যবহার না করায় ৫টি মামলায় ১ হাজার ৭ শত টাকা অর্থদন্ড করে আদায় করা হয়।

তিনি করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘর থেকে বের হলে মাস্ক পড়াসহ সকল স্বাস্থ্যবিধি অনুসরন করার অনুরোধ জানান। অন্যথায় আগামীতে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দেন।

613 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন