প্রকাশিত: জুলাই ২৫, ২০২০
ডেস্ক রিপোর্ট :: কুলাউড়া থানা পুলিশ এক অভিযান চালিয়ে কুলাউড়ার কুখ্যাত ইয়াবা কারবারি খায়রুল ইসলামকে ইয়াবাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। খায়রুল পৌরসভার জয়পাশা এলাকার বাসিন্দা।
থানা সূত্রে জানা গেছে, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর ও ওসি ইয়ারদৌস হাসানের নির্দেশনায় শুক্রবার দিবাগত রাতে কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী নেতৃত্বে এস আই কানাই লাল চক্রবর্তী, এস আই শাহীন এবং এ এস আই সুজন আহমদের সহায়তায় পৌরসভার জয়পাশা এলাকা মাদকের বিরুদ্ধে এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জয়পাশা নিবাসী কুখ্যাত ইয়াবা কারবারি খায়রুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাঁর কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করে।
কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, আসামী খায়রুলের বিরুদ্ধে মাদক, ছিনতাই ও গরুচোরিসহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। আসামী খায়রুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শনিবার (২৫ জুলাই) মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।