২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: জুলাই ২১, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসগের্র সন্দেহ নিয়ে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার (২১ জুলাই) হাসপাতালের স্টাফসহ ৬ জনের করোনা শনাক্তের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এনিয়ে কুলাউড়ায় করোনা পজিটিভ রিপোর্ট মোট ১৪৪ জনে উন্নীত হয়েছে।
কুলাউড়া হাসপাতালসূত্রে জানা গেছে, মঙ্গলবার পাওয়া ৬ জন পজিটিভ রিপোর্টের মধ্যে কুলাউড়া হাসপাতালের স্টাফ ১ জন, কুলাউড়া সোনালী ব্যাংকের ষ্টাফ ১ জন, পৌরসভা এলাকার উত্তরবাজারে ১ জন ও আহমেদাবাদে ১ জন, কাদিপুর ইউনিয়নের চুনঘর এলাকার ১ জন ও ব্রাহ্মনবাজার ইউনিয়নের কোনাগাও এলাকার ১ জনসহ মোট ৬ জন।
এনিয়ে কুলাউড়া উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ১৪৪ জনে। এরমধ্যে ১০৭ জন সুস্থ্য হয়ে করোনামুক্ত হয়েছেন এবং করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩৭ জন হোম আইসোলেশনে রয়েছেন বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

804 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন