২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় ইউএনও’র মোবাইল কোর্টে অর্থদন্ড

আপডেট: জুলাই ২১, ২০২০

PIC-UNO
ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট :: কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার রাতে কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় এক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে সামাজিক দুরত্ব বজায় না রাখা ও মাস্ক ব্যবহার না করা এবং সন্ধা ৭টার পর দোকান খোলা রাখার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবসা প্রতিষ্টান ও ব্যক্তি পর্যায়ে ৬ টি মামলায় মোট ১১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী জানান, কুলাউড়া উপজেলার উত্তরবাজার, আউটার ও পুসাইনগর বাজারে এ অভিযান পরিচালনা করে সরকারি আদেশ অমান্য করার অপরাধে তাদেরকে অর্থদন্ড প্রদান করা হয়। তিনি করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘর থেকে বের হলে মাস্ক পড়াসহ সকল স্বাস্থ্যবিধি লংঘন করা হলে আগামীতে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

742 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন