৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় পুলিশের অভিযানে বিরক্ত হয়ে থানায় এসে আসামীর আত্মসমর্পণ

আপডেট: জুলাই ১৫, ২০২০

Screenshot 20200715 211818~2
ফেইসবুক শেয়ার করুন

এস আর অনি চৌধুরী :: কুলাউড়া উপজেলায় গরুচোরসহ অন্যান্য আসামীদের ধরতে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে থানা পুলিশ। গরুচোরের মূল হোতাসহ বেশ কয়েকজন চোরকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

কিন্তু বুধবার (১৫ জুলাই) রাতে ঘটলো উল্টো একটি ঘটনা। থানায় নিজে এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করল রুবেল নামে এক আসামী। সে কুখ্যাত গরু ও মোটরসাইকেল চোরের সদস্য।

রুবেল কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার আব্দুল হাসানের ছেলে।

থানা সূত্রে জানা যায়, রুবেল গত কয়েকদিন আগে একটি মোটরসাইকেল চুরি মামলার প্রধান আসামী। তাকে ধরতে পুলিশ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালায়, কিন্তু তাকে ধরতে পারেনি। অবশেষে পুলিশের অভিযানে বিরক্ত হয়ে বুধবার (১৫ জুলাই) রাতে নিজে এসে থানায় আত্মসমর্পণ করে রুবেল।

কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, রুবেল কুখ্যাত গরু ও মোটরসাইকেল চোরের সদস্য। তাঁর বিরুদ্ধে থানায় আরও মামলা রয়েছে।

তিনি আরও জানান, রুবেলকে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কোর্টে সোপর্দ করা হবে।

699 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন