প্রকাশিত: জুলাই ১৩, ২০২০
ডেস্ক রিপোর্ট:: কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে সোমবার (১৩ জুলাই) রাতে কুলাউড়া শহরে এক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টের অভিযান কালে সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্টান খোলা রাখায় ও মুখে মাস্ক না থাকায় ৫ টি মামলায় ৭ হাজার ২শত টাকা জরিমানা করে আদায় করা হয়।
ইউএনও জানান, অভিযান কালে ৩ ব্যবসা প্রতিষ্টানকে ৬ হাজার টাকা, মুখে মাস্ক না থাকায় ২ জন সাধারণ জনতাকে ৫শত টাকা করে ১ হাজার টাকা ও ১ সিএনজি চালককে ২ শত টাকাসহ মোট ৭ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে তাকে সহায়তা করেন পিআইও মো.শিমুল আলী ও কুলাউড়া থানা পুলিশ ফোর্স।