২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় নকল মাস্ক বিক্রি করায় জরিমানা

প্রকাশিত: জুন ২৫, ২০২০

ফেইসবুকে শেয়ার করুন

অনি চৌধুরীঃ মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়রা সুলতানা এর নেতৃত্বে কুলাউড়া উপজেলার ব্রাম্মণবাজারে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় ব্রাম্মণবাজারের তিনটি ব্যবসা প্রতিষ্টানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ব্রাম্মণবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নকল মাস্ক বিক্রির করার অপরাধে সূচনা ফার্মেসিকে ২ হাজার টাকা, সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় শাহজালাল চাল ভান্ডারকে ১ হাজার টাকা ও একই অপরাধে সুমা ফুডকে ৫ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়রা সুলতানা রোশনী জানান, অভিযানের পর নকল মাস্ক জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। এসকল অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


ফেইসবুকে শেয়ার করুন
1648 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন