২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার

শ্রীমঙ্গলে বর্তমান পরিস্থিতিতে রথযাত্রা বন্ধ থাকবে

প্রকাশিত: জুন ২২, ২০২০

ফেইসবুকে শেয়ার করুন

কাওছার ইকবারঃ শ্রীমঙ্গল উপজেলার শতবছরের ইতিহাসে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথের যাত্রা বন্ধ থাকবে। তবে এ দিন আখড়ার ভিতরে শাস্ত্রীয় সকল আচার অনুষ্ঠান পালন করা হবে। গত শনিবার (২০ জুন) জগন্নাথ দেবের আখড়া পরিচালনা পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জানা যায়, এ আখড়ার রথযাত্রার ইতিহাস শতবছরের। প্রতি বছরই রথ যাত্রার দিন আখড়া থেকে রথের গাড়ি বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে। এতে শহরতলীর বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বী ভক্তরা এসে অংশগ্রহণ করেন। তবে স্বাধীনতার পর এবারই প্রথম এ আখড়া থেকে শহরে রথ টানা বন্ধ থাকবে।

জগন্নাথ দেবের আখড়া পরিচালনা পরিষদের সভাপতি অজয় দেব জানান, আগামী মঙ্গলবার (২৩ জুন) রথরাত্রা। কিন্তু বৈশ্বিক করোনা মহামারির কারণে এবছর রথযাত্রা অনুষ্ঠানের সকল আনুষ্ঠানিকতা বন্ধ থাকবে।


ফেইসবুকে শেয়ার করুন
1015 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন