আপডেট: জুন ১৩, ২০২০
ডেক্স রিপোর্ট :: কুলাউড়া থানা পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির (৪২) লাশ উদ্ধার করেছে।
শনিবার (১৩ জুন) দুপুর ১টার দিকে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের শেষ সীমানার জাব্দা বাজারের পশ্চিমে হাকালুকি হাওরের পানিতে ভাসমান অবস্থায় থাকা লাশটি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়।
লাশের খবর পেয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী ও ভূকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ঘটনাস্থলে যান।
লাশ উদ্ধারের ঘটনা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান এ প্রতিবেদককে জানান, লাশটি ৪০/৪২ বছর বয়সী কোন যুবকের। তার নাম পরিচয় জানা যায়নি। চেহারা বিকৃত হয়েছে। তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।