১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সাংবাদিক শরীফ

প্রকাশিত: জুন ৮, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

এস আর অনি চৌধুরী :: দৈনিক সবুজ সিলেটের মৌলভীবাজার প্রতিনিধি ও কুলাউড়া সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ অসুস্থ হয়ে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

জানা যায়, সাংবাদিক শরীফ সোমবার বিকেলে পেটের ব্যথায় অসুস্থতাবোধ করলে সন্ধায় তার স্বজনরা তাকে নিয়ে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নুরুল হক জানান, তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে ও তার রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন টেস্ট করার জন্য তাকে পরামর্শ দেয়া হয়েছে।

সাংবাদিক শরীফ তার আশু সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

955 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন