প্রকাশিত: মে ২১, ২০২০
স্টাফ রিপোর্ট :: কুলাউড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক ফজলুর রহমান মিজবাহ’র মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক সাইফুল আলম চৌধুরী ।
এক শোকবার্তায় তিনি বলেন, তার মৃত্যুতে মরহুমের পরিবারের মতো আমরা দেশে ও প্রবাসে বিএনপি পরিবারের সবাই গভীরভাবে শোকাহত। মিছবাহ ছিলেন সত্যিকারের একজন আদর্শবান দেশপ্রেমিক নাগরিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত প্রাণ।
মরহুম ফজলুর রহমান মিজবাহ সকলের কাছে একজম সজ্জন, বিনয়ী ও সাহসী নেতা হিসাবে সুপরিচিত ছিলেন। তার নেতৃত্বের গুণাবলী সকলের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।