আপডেট: এপ্রিল ২৫, ২০২০
শুক্রবার সিলেট বিভাগে আরও ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নুমনা পরীক্ষায় এই ৮ জন রোগীর করোনা সনাক্ত হয়।
এ তথথ্য নিশ্চিত করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, শুক্রবার সিলেটে ১৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৮ জনের করোনা ফলাফল পজেটিভ আসে।
নতুন আক্রান্তদের মধ্যে ৫ জন হবিগঞ্জ জেলার। বাকীদের মধ্যে মৌলভীবাজারের ২ জন ও সানামগঞ্জের ১জন। মৌলভীবাজারের আক্রান্তদের দুজন শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলার বলে জানা গেছে। তবে শুক্রবার সিলেট জেলায় কোনো রোগী শনাক্ত হননি।
এনিয়ে সিলেট বিভাগে মোট ৫৭ জন করোনা রোগী শনাক্ত হলেন। এরমধ্যে এক চিকিৎসকসহ দুজন মারা গেছেন। এরআগে বৃহস্পতিবার ওসমানীতে পরীক্ষায় ১৬ জন ও বুধববার ১৩ জনের করোনা পজেটিভ আসে।