২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ার প্রবীন শিক্ষক আব্দুল মজিদের ইন্তেকাল

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া উপজেলার বরমচাল স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ও ভাটেরা ইউনিয়নের তুলাপুর নিবাসী মোঃ আব্দুল মজিদ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় ডায়বেটিস ও কিডনী রোগে চিকিৎসাধীন থাকাবস্থায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বিকেল ৩ টায় মরহুমের জানাযার নামাজ ভাটেরা তুলাপুর ঈদগাহ মাঠে সম্পন্ন হওয়ার পর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। সদালাপী,বন্ধুভাবাপন্ন,নিরহংকার শিক্ষক আব্দুল মজিদ ২০০৩ সালে শিক্ষকতার পেশা থেকে অবসর নেয়ার পর শিক্ষকতার পাশাপশি ভাটেরা স্কুল এন্ড কলেজের প্রতিষ্টাতা সদস্যসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মী,গুনগ্রাহী ছাত্র ও এলাকাবাসী একনজর দেখার জন্য তার বাড়িতে ভিড় জমায়।
শোক প্রকাশ ঃ শিক্ষক আব্দুল মজিদের মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, বাকশিস সভাপতি বরমচাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক ফজলু ও সম্পাদক কুলাউড়া সরকারী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, কুলাউড়া সরকারী কলেজের উপাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান, ভাটেরা স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম ফারুক ও বর্তমান অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আলী আমজদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কাদির ও সম্পাদক কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, সাবেক সভাপতি মোঃ খুরশীদ উল¬্যাহ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ প্রমুখ।

1234 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন