প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২০
অনি চৌধুরী: নভেল করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন সোমবার দুপুরে তার কার্যালয়ে জেলাকে লকডাউনের ঘোষনা প্রদান করেন।
জেলা প্রশাসক বলেন, (সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ সনের আইন, ৬১ নং আইন) এর ১১(১)(২)(৩) ধারা মোতাবেক জনসাধারণের জানমালের নিরাপত্তায় জেলাকে লকডাউন ঘোষণা করা হল। সোমবার বিকেল ৫ টা থেকে লকডাউনের আদেশ কার্যকর করা হবে। লকডাউন চলাকালে এ জেলা থেকে অন্য জেলায় কেউ প্রবেশ ও প্রস্থান করতে পারবেন না। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে অন্য কোন জেলা থেকে প্রবেশ ও গমণ করতে পারবেন না। তবে জরুরী পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, কৃষিকাজে নিয়োজিত সেবা, খাদ্য সরবরাহ ইত্যাদি এর আওতা বহির্ভুত থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জেলা প্রশাসক জনসাধারনদের হুশিয়ার করে দেন।